বার্তা রিপোর্ট ঃ
ঝালকাঠিতে ২৫ মার্চ গণহত্যা দিবসে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রধান আলোচক শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. শামীম আহসান। এছাড়াও বক্তব্য রাখেন, আবু রুশদ ইউনুস বিল্লাহ, গোলাম মুর্তজা, হনুফা আক্তার। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিন। পরে প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ২৫ মার্চের গণহত্যা এবং তৎপরবর্তী মুক্তিযুদ্ধের কাহিনী ও এক বিয়োগান্তক ঘটনার মধ্যদিয়ে তাঁর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মর্মস্পর্শী জীবন যুদ্ধের কাহিনী বর্ণনা করেন। তাঁর বক্তব্যের এক পর্যায়ে অনুষ্ঠানের পরিবেশ ভারী হয়ে ওঠে। এই বীর মুক্তিযোদ্ধা পরিবারসহ ভারত যাওয়ার পথে তাঁর স্ত্রী হারানোর যখন বর্ণনা দিচ্ছিলেন তখন সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শ্রোতাদের অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি। অনুষ্ঠান শেষে এই বীর মুক্তিযোদ্ধার হাতে কলেজের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন। পরে এক দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply