স্টাফ রিপোর্টার ঃ
বঙ্গবন্ধুর আদর্শকে অনুকরণ করে নতুন প্রজন্মকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাঁর সম্পর্কে যতো বিশিষ্টজনদের লেখা রয়েছে, সেগুলো পড়তে হবে। তাহলেই তরুণরা তাঁর সম্পর্কে জানতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে বুধবার সকাল ১১টায় শহরের টাউন হলের সামনে এক সমাবেশে (ভার্চুয়াল মাধ্যমে) তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা বলেন, একটি রাষ্ট্র সৃষ্টির পেছনে বঙ্গবন্ধু যে অবদান রেখে গেছেন তা একটি ইতিহাস। এ স্বীকৃতি কখনো মুছে যাবে না। পৃথিবী যতদিন আছে, বঙ্গবন্ধুর নাম ততদিনই বাঙালী জাতির কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমপি আমুও আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আবার দেশের উন্নয়নে চাঁকা ঘুরছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার কোন বিকল্প নেই। জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম। সমাবেশ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply