স্টাফ রিপোর্টার ঃ
ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি’। এ উপলক্ষ্যে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে এই বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক। অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম ও চেম্বার পরিচালক জয়ন্ত সাহা আলোচ্য বিষয়ের উপরে বক্তব্য রাখেন। এরপূর্বে জেলা প্রশাসক প্রচার প্রচারণার জন্য ট্রাকশো ও বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন। জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এতে সহযোগিতা করেছে।
Leave a Reply