কাঠালিয়া প্রতিনিধি ঃ
বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর মৃত্যুতে এক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন। শিক্ষক সমিতির সভাপতি ও আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মিস্ত্রী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্চয় কুমার খান, বিটিএ অর্থ সম্পাদক সুনীল বরণ হালদার, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আনিসুর রহমান পলাশ, সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, রাজাপুর উপজেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলার অর্থ সম্পাদক শফিকুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক মো. মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম.এম তারিকুজ্জামান। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
Leave a Reply