স্টাফ রিপোর্টার ঃ
রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে পিলার সদৃশ একটি বস্তুসহ পিলার চোরাচালান চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয় ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা পিলার সদৃশ বস্তু, নয়টি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পুলিশ জানায়, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন বাড়ির মালিক ইদ্রিস খন্দকার, স্থানীয় নজরুল ইসলাম, ভোলার লালমোহন উপজেলার মেহেদী হাসান, বোরহানউদ্দিন উপজেলার মো. মহিবুদ্দিন, ঢাকার দক্ষিণখানের রতন উদ্দিন, ল²ীপুর জেলার ভবানীপুরের মিজানুর রহমান, বরিশালের হিজলা উপজেলার মাহাতাব উদ্দিন, চট্টগ্রামের বাকুলিয়া এলাকার শহিদ বিন হোসাইন। রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এরা পিলার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
Leave a Reply