স্টাফ রিপোর্টার ঃ
নানা কর্মসূচির মধ্যদিয়ে ঝালকাঠিতে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে টাউন হলের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার প্রতি ভালোবাসার অর্ঘ্য তুলে দেন জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির ও জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম। পরে জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply