কাঠালিয়া প্রতিনিধি ঃ
কাঠালিয়ায় না ফেরার দেশে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম হাওলাদার (৫০)। পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার (২ অক্টোবর) রাত ১২ টায় তিনি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হলে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ……….. রাজিউন)। তিনি পশ্চিম পাটিখালঘাটা মহিলা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ও কুটিবরু মুসলিম এতিমখানার সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১ টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি নেয়ামতপুরা গ্রামের মৃত মুজাফফর হোসেনের পুত্র। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিন কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কাঠালিয়ার নেতৃবৃন্দ।
Leave a Reply