স্টাফ রিপোর্টার ঃ
বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও হিংসা দূরীকরণের দাবি জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বিশ্বব্যাপী সকল প্রকার নির্যাতন, নিপীড়ন, ধ্বংসযজ্ঞ ও হিংসা দূর করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফ্যাসিলিটেটর গ্রæপ ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন, সুজনের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, শাকিল হাওলাদার রনি, সোনিয়া আক্তার ও ইসরাত সুলতানা নিশি।
Leave a Reply