কাঁঠালিয়া প্রতিনিধি ঃ
কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে। পিস প্রেসার গ্রæপ পিপিজি’র আয়োজনে ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় দিবসটি পালন করা হয়। গতকাল শুক্রবার (২অক্টোবর) সকাল ১০টায় র্যালি ও উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন উপজেলা সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো.আবদুল হালিমের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পিপিজি উপদেষ্টা ফাতেমা খানম, পিপিজি আঞ্চলিক কো-অডিনেটর ও উপজেলা সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান ও পিপিজি সদস্য মো. জালালুর রহমান আকন, এ্যাম্বাসেডর নাসির উদ্দীন হাওলাদার, এ্যাম্বাসেডর ও জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন অপুু, সাবেক অধ্যাপক মো.রুস্তম আলী খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারি কমান্ডার নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান সোহাগ, মেহেদী হাসান মামুন, সাকিবুজ্জামান সবুর ও শিক্ষার্থী হাবিবা আক্তার প্রমুখ।
Leave a Reply