স্টাফ রিপোর্টার ঃ
ঝালকাঠিতে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার বিকেলে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালীতে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক এসএম আল-আমিনসহ জেলার বিভিন্ন ইউনিটের শতশত ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
Leave a Reply