কাঠালিয়া প্রতিনিধি ঃ
ঢাকা-বরগুনাগামী নৌ রুটে এমকে শিপিং লাইন্সের লঞ্চ এখন জনপ্রিয়তার শীর্ষে। এ কোম্পানী দক্ষিণাঞ্চলের তৃণমূল মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে উৎসব মুখর পরিবেশে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া লঞ্চঘাট পরিদর্শন করেন লঞ্চ মালিক, জনপ্রতিনিধি, সামাজিক আন্দোলন কাঠালিয়ার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরিদর্শন শেষে আওরাবুনিয়া লঞ্চ থেকে এম ভি সপ্তবর্ণা-১০ নামের লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়। এখন থেকে প্রতিদিন আওরাবুনিয়া, নেয়ামতি, হদুয়া, বাদুরতলা, ভবানীপুর, ঝালকাঠি, নলছিটি, দবদপিয়া ও বরিশাল ঘাট থেকে যাত্রী ও মালামাল উঠা-নামার সুযোগ পাবেন। এ সময় উপস্থিত ছিলেন লঞ্চ মালিক মো. রাসেল খান ইমরান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন নকীব, সামাজিক আন্দোলন কাঠালিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মো. অমিত হাসান তুহিন সিকদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Leave a Reply