রাহাদ সুমন:
ইজিবাইক চালক মামুন রাড়ি হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালের উজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট রবিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহতের শিশু কন্যা মারিয়া অভিযুক্তদের বিচার দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আল-আমিন ফরাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাওন বালী। বক্তারা ইজিবাইক চালক মামুন রাড়ি হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত ১৯ আগস্ট রাতে গৌরনদী উপজেলার বাটাজোর থেকে নিজের ইজিবাইকে যাত্রী নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাড়ির ছেলে মামুন রাড়ি। নিখোঁজের ৮ দিন পর ২৬ আগস্ট দুপুরে গৌরনদী উপজেলার বার্থী স্কুল সংলগ্ন খালের মধ্যে থেকে তার গলাকাটা হাত-পা ও মুখ বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন ও কোন আসামি গ্রেফতার করতে পারেনি।
Leave a Reply