স্টাফ রিপোর্টার :
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও ইয়েস বাংলাদেশ এর উদ্যোগে ঝালকাঠির শিশু একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার ‘ওয়াই-মুভস প্রকল্প’ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রকল্পের আওতায় শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিশু বিবাহ ও মেয়ে শিশুদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে কাজ করা হবে। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মোঃ আলতাফ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক সুবিমল হালদার, জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ছিলেন অতিথি আলোচক। প্লান ইন্টারন্যাশনালের সুমাইয়া জাহান মিতু প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। এনসিটিএফ সভাপতি অরুপ মালাকার দূর্জয়ের সভাপতিত্বে ও সৈয়দা মাহফুজা মিষ্টি এর সঞ্চালনায় সৈয়দ সোলায়মান শুকরিয়া ও জাহিদুল ইসলাম জিহাদ বক্তৃতা করেন। ওয়াই-মুভস প্রকল্পের কার্যক্রম ২০২৪ পর্যন্ত চলবে।
Leave a Reply