ঢাকা অফিস:
দেশের সরকারি হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। আর জারি করা পরিপত্রের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রথম জারি করা পরিপত্রে করোনাভাইরাসের পরীক্ষার নমুনা বুথ থেকে সংগ্রহের ফি ছিল ২০০ টাকা আর বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ছিল ৫০০ টাকা। তবে বৃস্পতিবার নতুন জারিকৃত পরিপত্রে বুথ থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের ফি ১০০ টাকা ও বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর ভাইরাসটির পরীক্ষার জন্য বিনামূল্যে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে গত ২৯ জুন করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ফি নির্ধারণ করে প্রথম পরিপত্র জারি করা হয়।
Leave a Reply