কাঠালিয়া প্রতিনিধি ঃ
কাঠালিয়া মাদক, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও গুজব সৃষ্টির বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট সোমবার সকালে শৌলজালিয়া ইউনিয়নের বান্দাঘাটা বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আগস্ট মাসের ভিতর শৌলজালিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এএসপি (কাঠালিয়া-রাজাপুর) শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান, হারেছিয়া মাদ্রাসা সুপার ও কাঠালিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply