কাঠালিয়া প্রতিনিধি ঃ
কাঁঠালিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে থানা পুলিশের আয়োজনে থানা ভবন চত্বরে ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে থানা চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) প্রভাস চন্দ্র মল্লিক একটি ফলদ গাছের চারা রোপণ করেন। এসময় থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহল্লাদার ও দফাদারদের মাঝে বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়।
Leave a Reply