কাঠালিয়া প্রতিনিধি ঃ
কাঠালিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গর্ভবতী নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রাজা হাওলাদার (৩৫) নামে একজনকে আটক করেছে। সে ওই গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে। হামলায় আহত ব্যক্তিরা হলেন, মো. ইউনুচ হাওলাদার (৫০), তার ছেলে রিপন হাওলাদার (৩০) ও রিপনের গর্ভবতী স্ত্রী সেলিনা বেগম (২৬)। গুরুতর আহত ইউনুচ মিয়া ও তার ছেলে বউ সেলিনাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। রিপন হাওলাদার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পুলিশ ও এলাকাবাসি জানায়, পুলিশের হাতে আটক রাজা হাওলাদারের পরিবারের সাথে আহত ইউনুচ হাওলাদারের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজা হাওলাদারের নেতৃত্বে ৭ জনের একটি দল ইউনুচ হাওলাদারের বাড়িতে হামলা করে। তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনুচ হাওলাদার তার ছেলে রিপন হাওলাদার ও রিপনের গর্ভবতী স্ত্রী সেলিনা বেগম গুরুতর আহত হন। পরে এলাকাবাসি তাদের উদ্ধার করে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে গুরুতর আহত ইউনুচ মিয়া ও সেলিনাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত রিপন হাওলাদার বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে রাজা নামের একজনকে আটক করা হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply