কাঠালিয়া প্রতিনিধি ঃ
কাঠালিয়ায় নেয়ামতপুরা মোল্লা সড়কে ছিনতাইকারীর ছুরির আঘাতে মোঃ নিজাম হাওলাদার ও লিটন চন্দ্র শীল নামের দুই ব্যবসায়ী আহত হয়। এ সময় গ্রামবাসী সবুজ খন্দকার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত নিজামকে প্রথমে আমুয়া পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে লিটন আমুয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার দিবাগত রাত ৯টায় নিজাম ও লিটন চন্দ্র শীল ব্যবসায়িক কাজ শেষে বাড়িতে ফেরার পথে নেয়ামতপুরা মোল্লা সড়কে ৫/৬ জনের একটি ছিনতাইকারী দল তাদের উপর হামলা চালায়। এ সময় দু’জনের কাছ থেকে ০৭টি মোবাইল, প্রায় দেড় লক্ষ টাকা, স্বর্ণের আংটি ও গাড়িসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি ও ডাক-চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে সবুজ খন্দকার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ধৃত ছিনতাইকারীর বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার গোপখালী গ্রামে। উল্লেখ্য, নিজাম হাওলাদার মিরুখালী বাজারে বিকাশসহ বিবিধ মালের ব্যবসা এবং লিটন চন্দ্র শীল কাটাখালী বাজারের বিকাশ, মুদি ও সেলুনের ব্যবসা করছেন। উভয়ের বাড়ি নেয়ামতপুরা গ্রামে।
Leave a Reply