স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষ্যে ঝালকাঠিতে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। মুজিববর্ষ স্মরনীয় করে রাখতে উপজেলা কৃষি বিভাগ বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করে। মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন করে উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা রোজী আকতার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি সদর এর আয়োজনে ইনোভেশন হিসেবে কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারিদের নিজস্ব আয়ের অংশ থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। উপজেলা চত্বরে থাই-থ্রি জাতের পেয়ারা একশত চারাগাছ রোপন করা হবে। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক খাইরুল ইসলাম মল্লিক ও উজেলা কৃষি অফিসার রিফাত সিকদারসহ কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা কর্মচারিরা বৃক্ষরোপন উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন।
Leave a Reply