ঢাকা অফিস:
কোভিড-১৯ মহামারীর মধ্যে সৌদি আরবে আটকে পড়া ৪১৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমানের বিশেষ একটি ফ্লাইট রিয়াদ থেকে তাদের নিয়ে আসে। শুক্রবার প্রথম প্রহরে ফ্লাইটটি ঢাকা পৌঁছায় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন। মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। সৌদি আরবে গিয়ে যেমন আটকে পড়েন কেউ কেউ, তেমনি প্রবাসী অনেকে দেশে ফিরত চাইলেও পারছিলেন না। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।
অন্যদিকে মিশর থেকে ফিরলেন ৪১ জন। কোভিড-১৯ মহামারীর মধ্যে কায়রো থেকে ফিরেছেন ৪১ জন বাংলাদেশি। তারাও বিমানের একটি বিশেষ ফ্লাইটে ফেরেন বলে তাহেরা খন্দকার জানিয়েছেন। শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে এই ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।
Leave a Reply