আক্কাস সিকদার:
ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে তোফাজ্জেল হোসেন (৭৪) নামে এক সাবেক পৌর কাউন্সিলরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোফাজ্জেল হোসেন গত ৪/৫ দিন যাবৎ জ্বর, গলা ব্যাথা ও নিউমোনিয়ায় ভুগছিলেন বলে তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জানায়। এ নিয়ে জেলায় রোববার দুপুর পর্যন্ত ১৪৫ জন আক্রান্ত হলো। আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ৫৫জন, নলছিটি উপজেলায় ৪৫জন, রাজাপুর উপজেলায় ৩৩ জন এবং কাঠালিয়া উপজেলায় ২০ জন।ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান জানান, আক্রান্তদের মধ্যে হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৪৬ জন সুস্থ হয়েছেন। এপর্যন্ত মারা গেছেন ৬ জন। জেলায় রবিবার পর্যন্ত ১৪৬১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এরমধ্যে ১২৮৮ জনের রিপোর্ট এসেছে । ১৭৩ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। এদের মধ্যে ১৪৫ জনের রিপোর্ট পজেটিভ ও ১১৪৩ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১০৬ দিনে এ পর্যন্ত ১২৯৬ জন হোমকোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২২১ জন ছাড়পত্র পেয়েছে। রোববার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৫ জন। জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ৫২জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২২ জন।
Leave a Reply