কাঠালিয়া প্রতিনিধি ঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন পদোন্নতি (শরিয়তপুরের এডিসি) হওয়ায় এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার কাঠালিয়ায় যোগদান উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। এ সময় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইন চার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, ইউপি চেয়ারম্যান শিশির চন্দ্র দাস, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. কাওসার আহমেদ জেনিব সিকদার, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার সাহা, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সহকারী অধ্যাপক মো. বজলুল করিম, উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়া, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, উপজেলা ইত্তেফাক সংবাদদাতা মো. আবদুল হালিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল সমাদ্দার, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, আওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রি, কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা পারভীন, শিক্ষক মো. তৈমুর হোসেন অপু প্রমুখ।
Leave a Reply