রাহাদ সুমন: বরিশালের বানারীপাড়ায় বিয়ের প্রলোভনে চাখার সরকারি ফজলুল হক কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজু সরদার (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে উপজেলার আহম্মদাবাদ বেতাল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে ওই দিন সন্ধ্যার পরে ধর্ষিতা কলেজ ছাত্রী (১৭) তার প্রেমিক রাজু সরদারসহ ৪ জনকে আসামী করে থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে রাজুকে বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে ও সোমবার রাতে ভিকটিমকে শেবাচিম হাসপাতালের ওসিসিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের আনোয়ার হোসেন সরদারের ছেলে রাজু সরদার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামে নানা বাড়িতে ও ভিকিটিম একই ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামে নানা বাড়িতে থেকে একসময় ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে একত্রে লেখাপড়া করতো। সেই স্কুল জীবন থেকে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম বর্তমানে চাখার সরকারি ফজলুল হক কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত এবং রাজু মামার মুরগীর ফার্মে কাজ করে থাকে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক বিয়ের আশ্বাসে এক পর্যায়ে শারিরীক সম্পর্কে গিয়ে গড়ায়। সর্বশেষ ১৪ মার্চ রাত সাড়ে ৮টায় ভিকটিমের নানা বাড়ির কলাবাগানে তাদের শারিরীক সম্পর্ক হয়। ওই ভিকটিমের বাবার বাড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বালিপাড়া গ্রামে।
Leave a Reply