রহিম রেজা, রাজাপুর থেকে:
ঝালকাঠির রাজাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মা ও মেয়েকে গ্রেফতার করেছের্যাব। উপজেলার বাইপাস থেকে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়র্যাব। গ্রেফতারকৃতরা হল- আকসুর ক্লাব এলাকার জুম্মান মোল্লার স্ত্রী লেন মুন্নি আক্তার (১৮), তার মাবাদল মৃধার স্ত্রী পরি ভানু (৪০)। র্যাব জানায়, মুন্নি আক্তার দীর্ঘদিন সাধারণ মানুষের নিকট থেকেবিয়ে বসার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় শনিবার বিকেলে র্যাব বাদি হয়েরাজাপুর থানায় মামলা (নং ২৩) দায়ের করে এবং পুলিশ তাদের আদালতে প্রেরন করেছে।
Leave a Reply