ডেস্ক রিপোর্ট: ঈদের জামাত শেষে কোলাকুলি-হাত মেলানোর যে রীতি মানুষে মানুষে সম্প্রতির নজির হয়ে আছে বহুযুগ ধরে, তা এবার ফিকে হয়েছে সংক্রমণের আতঙ্কে। ভাইরাস থেকে বাঁচতে, অন্যকে বাঁচাতে দূরত্ব ছিল; তবু মানুষ এক কাতারে ঈদ জামাতে দাঁড়িয়ে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রাথর্না করেছেন মহামারী থেকে মুক্তির জন্য। দেশের অন্যান্য স্থানের মত ঝালকাঠিতে সামাজিক দূরত্ব ও সাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের প্রথম ও প্রাধান জামাত অণুষ্ঠিত হয় কেণ্দীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৪৫ মিনিটে। জেলা প্রশাসক মোঃ জোহরআলী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহআলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার এতে ঈদের নামাজ আদায় করেন। কেন্দ্রীয় ঈদগাহে সল্পপরিসরে পাচঁটি জামাতে প্রায় ছয় শতাধিক মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির বায়তুল মোকারম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া শহরে বিভিন্ন মসজিদে সাস্থ্যবিধি মেনে ও সামাজিকদূত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply