ঢাকা অফিস : নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ভিড় করছে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফেরা হাজারো মানুষ। এ কারণে ঝুঁকি এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া সবগুলো ফেরি মাঝ নদীতে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের অনুরোধে সোমবার সকালে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর দুই ঘাটের সব ফেরি মাঝ নদীতে রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার সিদ্ধান্ত হলে ফেরিগুলোকে আবার ঘাটে আনা হবে।
তিনি আরো জানান, সকাল থেকে জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব পারাপার বন্ধ রাখায় আটকা পরা চালক ও যাত্রীরা পাটুরিয়া ঘাটের ৫ নম্বর কাউন্টার ভাঙচুর করেছে। এখনও পাটুরিয়ায় দুই শতাধিক প্রাইভেটকার ও তিন শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীম বলেন, নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলাচল বন্ধ থাকার কথা থাকলেও তা মানুষকে কোনোভাবেই মানানো যাচ্ছে না। বাধ্য হয়ে সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গাড়ি আটকে দেয়া হয়। এরপরও মানুষ বিকল্প পথে পাটুরিয়া যাচ্ছিল। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিআইডব্লিউটিসিকে ফেরি চলাচল বন্ধ রাখতে অনুরোধ করা হয়।
Leave a Reply