নলছিটি প্রতিনিধিঃ নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা তছলিম উদ্দিন খান নামে এক (৪০) গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে তার বাড়িতে রবিবার সকাল ৯টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মী ও আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুনীবুর রহমান জুয়েল জানান, গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে নাঙ্গুলী গ্রামের বাড়িতে আসেন তছলিম উদ্দিন খান। শারীরিক অবস্থা গুরুতর থাকায় গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে অবস্থার অবনতি হলে বাড়িতেই তার মৃত্যু হয়।
Leave a Reply